ছবি-সংগৃহীত
খেলা

দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে হারার পর দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারলো না বাংলাদেশের যুবারা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন : আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

সোমবার (৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৯৩ রানে।

এদিন বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৯ রানেই ওপেনার আশিকুর রহমান শিবলির উইকেট হারায় টাইগাররা। তিনি ফিরেছেন শূন্য রানে। এরপর শাহরিয়ার সাকিব আউট হয়েছেন ১৯ রান করে। আরেক ওপেনার আদিল বিন সাদিক ফেরেন ৬১ বলে ৪০ রানের ইনিংস খেলে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশের যুবারা। অধিনায়ক আহরার আমিনের ব্যাট থেকে আসে ২৩ রান। আরেক ব্যাটার জাকারিয়া ইসলাম শান্ত করেন ২৪ রান।

আরও পড়ুন : সেরা প্রস্তুতি নিতে পারিনি

শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ২২ ও শিহাব জেমস ৬২ বলে ৪২ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। নিচের দিকের ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর গড়তে পারেননি। ফলে ৪৭ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন মোহাম্মদ ইসমাইল। ২টি করে উইকেট নিয়েছেন আইমাল খান, আলী আসফান্ড, আরাফাত মিনহাজ। একটি উইকেট নেন আমির হাসান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে আজান আওয়াইসের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এ ছাড়া ৫১ রানের ইনিংস খেলেছেন সাদ বেগ। এ ছাড়া শামিল হোসাইন ৩৩ আর আমির হাসান ৩৩ রানে থাকেন অপরাজিত।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। ৩টি উইকেট গেছে মাহফুজুরের ঝুলিতে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন পারভেজ রহমান জীবন ও ওয়াসি সিদ্দিক।

আরও পড়ুন : বড় হারে সিরিজ শুরু যুবাদের

এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। ফলে হোয়াইট ওয়াসের লজ্জা এড়াতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। চট্টগ্রামের একই মাঠে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা