ক্রীড়া প্রতিবেদক:
রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের একক অনুশীলন। ঈদের আগে ১৯ থেকে ২৮ জুলাই দশ দিনের অনুশীলন করেছিলেন ১১ জন ক্রিকেটার। ঈদের পরে দ্বিতীয় ধাপের অনুশীলনে এর সংখ্যা দাঁড়ায় তিনগুণ।
দ্বিতীয় ধাপে শুধু ছেলেরাই নয়, অংশ নিয়েছিলেন মেয়েরাও। ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুশীলনের পর মাঝে দুইদিন বিরতি ছিল।
আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আরেকটি অনুশীলনের সূচি প্রকাশ হয় যেখানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।
গত মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তামিম ইকবাল। সেখান থেকে এসে কোয়ারেন্টিনে থাকেন তিনি। যে কারণে ইচ্ছা থাকলেও মুশফিকদের সঙ্গে যোগ দিতে পারেননি দ্বিতীয় ধাপের অনুশীলনে।
কোয়ারেন্টিন শেষে রোববার (১৬ আগস্ট) থেকে অনুশীলনে নামতে কোনো সমস্যা থাকছে না দেশ সেরা এই ওপেনারের।