স্পোর্টস ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আসর বসছে আর্জেন্টিনায়। ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।
আরও খবর: বহিষ্কার হলেন কাজী সালাউদ্দিন
আর্জেন্টিনা সিনিয়র দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও এবারের বাছাইপর্বের গণ্ডি পার হতে পারেনি জুনিয়ররা। কোয়ালিফাই না করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত আয়োজক হওয়ায় বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে।
তবে, টুর্নামেন্টটির ইতিহাসে সফলতম দল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয় বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। সর্বশেষ ২০০৭ সালে।
আরও খবর: নিষিদ্ধ হলেন লিওনেল মেসি
আর্জেন্টিনা স্কোয়াড-
গোলরক্ষক: ফেদেরিকো গোমেস, নিকলাস ক্লা, লুকাস লাভাগনিনো;
ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, টমাস আভিলেস, লাউতারো ডি লল্লো, ভ্যালেন্তিন গোমেজ, রোমান ভেইগা, ভ্যালেন্তিন বোট;
মিডফিল্ডার: ম্যাথিউ ট্যাংলঙ্গো, ইগনাসিও মিরামন, ফেদারিকো রেডনডো, ম্যাক্সিমো পেরন, জিনো ইনফান্তিনো, ভ্যালেন্তিন কারবনি;
স্ট্রাইকার: ম্যাথিয়াস সোল, লুকা রোমেরো, আলেজো ভেলিজ, ইগনাসিও মাস্টার পুচ, হুয়ান গাউতো, ব্রিয়ান অ্যাগুইরে।
সান নিউজ/আর