বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ছবি-সংগৃহীত
খেলা প্রকাশিত ১ মে ২০২৩ ০৯:৫২
সর্বশেষ আপডেট ১ মে ২০২৩ ০৯:৫৩

দুই ভাগে ইংল্যান্ড গেল ওয়ানডে দল

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দুই ভাগে ইংল্যান্ডে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার (৩০ মার্চ) রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন ৫ ক্রিকেটার। আর দ্বিতীয় বহরে আজ সকালে দলের বাকি সদস্যরা উড়াল দেন।

আরও পড়ুন : ফের হারলো মেসি-এমবাপ্পেরা

সোমবার (১ মে) সকালে ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলের দ্বিতীয় বহর।

দ্বিতীয় বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা। এর আগে প্রথম ভাগে গতকাল যায় ৫ ক্রিকেটার এবং কোচিং স্টাফ।

এদিকে আইপিএলের মাঝপথে দেশে ফেরা লিটন দাস দ্বিতীয় বহরেও লন্ডন যাননি। তবে চূড়ান্ত হয়েছে তার ফ্লাইট। মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে লিটনের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও পরে যোগ দেবেন। সাকিব যুক্তরাষ্ট্র থেকে আর আইপিএলে থাকা মোস্তাফিজ ভারত থেকে সরাসরি ইংল্যান্ডের বিমান ধরবেন।

লন্ডনে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল। এই সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

আরও পড়ুন : সিঙ্গাপুরকে উড়িয়ে ২য় রাউন্ডে বাংলাদেশ

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা