স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরমেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডের শীর্ষে এতদিন ছিলেন মুশফিকুর রহিম। তবে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচে বিরাট কোহলি ভেঙ্গে দিয়েছেন সেই রেকর্ড।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
বেঙ্গালুরুর মাঠে প্রচুর ম্যাচ খেলেছেন কোহলি। জাতীয় দল এবং আইপিএল, সবমিলিয়ে টি-টোয়েন্টিতে এই মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন তিনি। যা বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক মাঠে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।
কোহলির এই রেকর্ডে পিছনে পড়া মুশফিক মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২ হাজার ৯৮৯ রান করেন। এই তালিকায় মিরপুরে ২ হাজার ৮১৩ রান নিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং ২ হাজার ৭০৬ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।
আরও পড়ুন: তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল
এই তালিকায় সেরা পাঁচে থাকা অন্যজন, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস নটিংহ্যামে করেছেন ২ হাজার ৭৪৯ রান।
সান নিউজ/আর