ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ হবে আর্জেন্টিনায়

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ার কাছ থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের পরিবর্তিত আয়োজনের মর্যাদা কেড়ে নেওয়ার পর লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনার নাম ঘোষণা করেছে ফিফা। ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপটি।

আরও পড়ুন: রানবন্যার ম্যাচে হারল বেঙ্গালুরু

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের মূল আয়োজক ছিল ইন্দোনেশিয়া। কিন্তু এই বিশ্বকাপে একটি অংশগ্রহণকারী দেশ হলো ইসরায়েল। টুর্নামেন্টের ড্র করতে গিয়ে দেখা গেলো ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি রাজ্য ইসরায়েলের ম্যাচ আয়োজন করতে রাজী নয়।

এ সমস্যা সামনে আসার সঙ্গে সঙ্গেই ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা ঘোষণা দেয়, পূর্বঘোষিত সময় অনুযায়ই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ এবং খুব দ্রুতই নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বেটিংয়ের লোগো ব্যবহারের অনুমতি

এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন জানায় ফিফার কাছে। এরপরই আর্জেন্টিনার প্রস্তাবিত ভেন্যু এবং অবকাঠামোগত অব্স্থান পর্যবেক্ষণ করে আর্জেন্টিনাকে আয়োজক দেশ হিসেবে নাম ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ২০ মে থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশ ২৪টি। আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, কিন্তু আয়োজক হিসেবে তারা টুর্নামেন্টে খেলতে পারছে।যদিও এই ফরম্যাটের টুর্নামেন্টে আর্জেন্টিনা সবচেয়ে সফল দল। এখনও পর্যন্ত ৬বার চ্যাম্পিয়ন হয়েছিলো তারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা