ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট অস্ট্রেলিয়ার (এসএ) চেয়েও ভালো অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলে দাবি করেছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।
আরও পড়ুন : ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন
সোমবার (১৭ এপ্রিল) বিসিবি থেকে দরিদ্রদের জন্য খাবার বিতরণ করা হয়। এরপর মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিবিবি সভাপতি।
পাপন বলেন, 'আপনি যদি তুলনা করেন, হ্যাঁ অনেক ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা ভালো আছি। আপনি যদি বলেন এটা আমরা স্বীকার করি। তুলনা করা যাবে না কারণ পার্থক্যটা এতো বেশি, পাশ্ববর্তী ভারতের সাথেও যদি দেখেন ওদের একদিনের খরচও না এটা (ত্রাণ সহায়তা)। এটা তাদের কাছে কিছুই না।'
আরও পড়ুন : আকাশপথে চাপ বাড়বে ১৯ এপ্রিল
তিনি মনে করেন অন্যান্য বোর্ড থেকেও ভালো আছে বাংলাদেশ, 'এরপর বাংলাদেশ না, আপনি অন্য দেশে গেলেও একই অবস্থা। তারপরও আমার মতে ভারত আছে, ইংল্যান্ড আছে এই দুইটাই (শীর্ষে)। অস্ট্রেলিয়া আমার মনে হয় না আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে। কয়েকটা দেশ ছাড়া সেদিক থেকে ভালো আছি।'
সান নিউজ/জেএইচ