স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ দুই দলই পাঁচবার করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে।
তবে এবার বার্সা কিছুটা হলেও বাজে অবস্থায় আছে। লা লিগার শিরোপা হারিয়েছে তারা রিয়াল মাদ্রিদের কাছে। তাই কোচ কিকে সেতিয়েনও আছে বেশ চাপের মুখে।
বায়ার্ন কোচ হান্সি ফ্লিক অবশ্য বলছেন, এই লড়াই মেসির বিপক্ষে বায়ার্নের নয়। এখানে জার্মান দলটি খেলবে বার্সেলেনার বিপক্ষেই।
অন্যদিকে লকডাউনের পর থেকে দূর্দান্ত ফর্মে আছে বায়ার্ন মিউনিখ। দারুণ দাপটে জিতেছে বুন্দেসলিগার শিরোপা। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ।
বার্সা এবার কোয়ার্টার ফাইনালে খেলছে টানা ১৩তম বারের মতো। ২০০৭-০৮ মৌসুম থেকে প্রতিবারই শেষ আটে খেলছে বার্সেলোনা। অবশ্য অন্যান্য ক্লাবের চেয়ে বায়ার্নের কাছেই বেশি হেরেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের মুখোমুখি আট লড়াইয়ে পাঁচবারই হেরেছে বার্সা।