স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চমক দেখিয়েছে আরবি লাইপজিগ। সেমিফাইনালে উঠেছে তারা ২-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে।
প্রথমার্ধে দুই দলই পেয়েছিল বেশ ক’টি গোলের সুযোগ। কিন্তু গোল পায়নি কেউই। ম্যাচের ৫০ মিনিটে কাটে সেই খরা। দানি অলমোর হেডে লিড নেয় জার্মান দলটি।
ছয়বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে খেলার লক্ষ্য ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। সেই লক্ষ্যে থাকা দলটিকে সমতায় আনেন বদলী খেলোয়াড় জোয়া ফেলিক্স, স্পট কিক থেকে গোল করে।
অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল ম্যাচ। কিন্তু দুই মিনিট আগে টাইলার অ্যাডামসের গোলে এগিয়ে যায় লাইপজিগ। এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। অতিরিক্ত রক্ষণ মানসিকতা নিয়ে এদিন মাঠে নেমেছিল অ্যাটলেটিকো।
আর ২০০৯ সালে নতুনভাবে পরিবর্তিত হয়ে লাইপজিগের মালিকানার যাত্রা শুরুর পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠে এখন সেমিফাইনালে লাইপজিগ। যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি।