স্পোর্টস ডেস্ক:
ইনজুরিতে আছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। আর করোনা ভাইরাসের কারণে ঠিকমতো নিতে পারেননি চিকিৎসা। তাই এবারের ইউএস ওপেনে খেলছেন না মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন।
হাঁটুর ইনজুরির কারণে গত অক্টোবর থেকে কোর্টের বাইরে ২০ বছর বয়সী এই কানাডিয়ান। ৩১ আগস্ট থেকে দর্শকবিহীনভাবে শুরু হবে ইউএস ওপেন।
গতবছর ইউএস ওপেনের ফাইনালে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন আন্দ্রেস্কু। তিনি বলেন, “মূলত করোনার কারণে আমি এই সিদ্ধান্ত নেইনি। ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনতে এবং কোর্টে নামলে যাতে আমি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারি সেরকম হতেই আমি ইউএস ওপেন খেলছি না”।
এদিকে, টপ সিড ওপেন টেনিসে ভেনেসাকে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরিনা উইলিয়ামস।
সান নিউজ