স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে আরবি লাইপজিগ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলতে পারেনি লাইপজিগ। যেখানে অ্যাটলেটিকো গত ছয় বছরে নক আউট খেলেছে দুইবার, এরমধ্যে গতবার ফাইনাল। দুটি দলের লড়াইয়ে যে জিতবে তারা প্রথম সেমিফাইনালে খেলবে পিএসজির বিপক্ষে।
লাইপজিগ কোচ নাগেলসমানও তাই চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতায় প্রতিপক্ষ অ্যাটলেটিকোকেই এগিয়ে রাখছেন নিজেদের চেয়ে। অন্যদিকে ৫৪ মিলিয়ন পাউন্ডে চেলসিতে চলে যাওয়া টিমো ওয়ার্নারকেও এই ম্যাচে পাচ্ছে না লাইপজিগ। তবে অন্যদের নিয়েই ম্যচ জিততে আত্মবিশ্বাসী লাইপজিগ কোচ।
অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেই জয়ের স্মৃতি ভুলে এগিয়ে যেতে চান সামনে। লকডাউনের আগে সেই জয়ের পর পেরিয়ে গেছে শত দিনেরও বেশি সময়। তাই নতুনভাবে যাত্রা শুরু করতে চান অ্যাটলেটিকো কোচ। করোনা পজিটিভ হওয়ায় এই ম্যাচে যেমন ফরোয়ার্ড কোরিয়া ও ডিফেন্ডার শালকোকে পাচ্ছে না অ্যাটলেটিকো।