ছবি-সংগৃহীত
খেলা

বিসিবির টাকা নেয় না বাফুফে!

স্পোর্টস রিপোর্টার : সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা উপহারের দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু প্রতিশ্রুত অর্থের চেক নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটা নিচ্ছে না বলে দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : টাইগারদের সহকারী কোচ নিক পথাস

বুধবার (৫ এপ্রিল) সংবাদ মাধ্যমের সাথে কথা বলার একপর্যায়ে এ দাবি করেন তিনি।

পাপন বলেছেন, “ওরা (বাফুফে) নেয় না (টাকা)। বারবার বলা হচ্ছে। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা হয়েছে। বাফুফেকে দেব না তো আমরা (মেয়েদের হাতে তুলে দিতে চান)। ওরা নিতে আসে না। কয়দিন আগেও ওদের ফোন দেওয়া হয়েছে, ‘আসেন, নেন ভাই’। ওরা তো আসে না। এখন কী করবেন?”

আরও পড়ুন : এমসিসির সদস্য হলেন মাশরাফি

অথচ একদিন আগে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, বিসিবির অঙ্গীকার করা অর্থ দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

বাফুফে সভাপতি বলেছিলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফে সহসভাপতি) টাকা দিয়েছে। সালামের (বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী) পে-অর্ডার রেডি আছে। বিসিবির খবর জানি না। অনেকে টিভি পর্দায় বলেছে। তাদের বলছি, ২৪ তারিখ দল যাবে সেখানে টাকা দেন।’

এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী (সুজন) সংবাদ মাধ্যমকে বলেছেন, বোর্ড সভাপতির অঙ্গীকার অনুযায়ী, ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়া হবে। বাফুফের সঙ্গে আমার কথা হয়েছে।

আরও পড়ুন : বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে

তিনি আরো বলেন, আমরা তিন-চার মাস আগে থেকেই প্রস্তুত ছিলাম, চেকও প্রস্তুত ছিল। সাম্প্রতিক সময়েও আমরা (বাফুফের সঙ্গে) কথা বলেছি। তারা সুবিধাজনক সময় দিলে চেকগুলো হস্তান্তর করে দেব। ইচ্ছা আছে ঈদের আগেই দিয়ে দেওয়ার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা