স্পোর্টস ডেস্ক: আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খেলো টাইগাররা। আবার দিনের শেষ বলে আউট হয়ে যেন বিপদ বাড়ালেন তামিম ইকবাল।
আরও পড়ুন: ২১৪ রানে গুটিয়ে গেল আইরিশরা
মিরপুরের মাঠে আইরিশদের ২১৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শান্ত শূন্য আর তামিম আউট হয়েছেন ২১ করে।
নিজের প্রথম বলে শান্ত আউট হওয়ার পর তামিম আর মুমিনুল ৫৫ বল খেলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। কিন্তু ৩২ রানের জুটিটি ভাঙে দিনের শেষ বলে ম্যাকব্রিনের ঘূর্ণিতে ডিফেন্ড করতে গিয়ে তামিম দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেন।
আরও পড়ুন: উইকেট হারিয়ে অস্বস্তিতে আইরিশরা
এর আগে, টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বিশেষ করে দুই পেসার শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনের। ফলশ্রুতিতে প্রথম ইনিংসে ৭৭.২ ওভার খেলে ২১৪ রানেই গুটিয়ে গেছে আইরিশদের ইনিংস।
সান নিউজ/আর