স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। ছিলেন আইরিশদের বিপক্ষের একমাত্র টেস্ট দলেও। কিন্তু চোটের কারণে ইনফর্ম এই পেসারকে পাচ্ছে না দল।
আরও পড়ুন : টেস্টেও আগ্রাসী থাকবে বাংলাদেশ
সাইড স্ট্রেইনের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র ম্যাচে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। এরপর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই চোটে পড়েছিলেন তিনি। এরপর দিন কয়েক পেরিয়ে গেলেও সেটা থেকে সেড়ে ওঠতে পারেননি। যে কারণে আজকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি এই পেসারকে।
আরও পড়ুন : ১০০ টাকায় দেখা যাবে টেস্ট
আইরিশদের বিপক্ষে ইতোমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। উভয় সিরিজেই দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের ২ ইনিংসে বল করে তিনি নেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ৮ শিকার ধরে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে হন সিরিজসেরা।
সান নিউজ/জেএইচ