স্টাফ রিপোর্টার : সিলেটে ওয়ানডে সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ড। আগামীকাল সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এমন সময় হঠাৎ টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ঘোষণা দিয়েছে আইরিশরা।
আরও পড়ুন : নান্নুর ঝড়ো ব্যাটিং, জয় লাল দলের
রোববার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছে আইরিশরা। বার্লবির্নির অনুপস্থিতিতে আইরিশদের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। এই সিরিজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছে লরকার টাকারকে।
ক্রিকইনফো জানায়, আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান এই বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নেয়ার কথা ছিল বালবির্নির। তবে ওয়ানডের বদলে এই সিরিজে একটি বাড়তি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ফলে ওয়ানডে সিরিজের বিকল্প হিসেবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিচ্ছেন তিনি।
আরও পড়ুন : এলিটার অভিষেক, জিতলো বাংলাদেশ
পল স্টারলিং এর আগে আয়ারল্যান্ডকে ৬টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০১৯ সাল থেকে তিনি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সান নিউজ/জেএইচ