স্পোর্টস রিপোর্টার : প্রথম বাংলাদেশী হিসেবে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের জন্মদিনে এই কীর্তি গড়লেন তিনি।
আরো পড়ুন : তামিম ইকবালের জন্মদিন
সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা ওপেনার।
এদিন মাঠে নামার আগে ১৫ হাজারি ক্লাবে পৌঁছার জন্য তামিম ইকবালের প্রয়োজন ছিল কেবল ১৪ রান। ম্যাচের ৯ম ওভারে মার্ক অ্যাডেয়ারের বলে ২ রান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের গর্বিত মালিক হয়ে যান তামিম ইকবাল।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এদিন শুরু থেকেই তামিম ছিলেন কিছুটা মারমুখি। তবে শেষ পর্যন্ত ২৩ রান করে রানআউট হয়ে বিদায় নেন তিনি।
আরো পড়ুন : স্নাতক সম্পন্ন করলেন সাকিব
৩৫ বছরে পা রাখা তামিম তিন ফরম্যাটে সব মিলিয়ে খেলেছেন ৩৮৩ ম্যাচ (টেস্ট ৬৯, ওয়ানডে ২৩৬ এবং টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচ)। ১৫ হাজার রানের মধ্যে তিনি টেস্টে করেছেন ৫ হাজার ৮২ রান, ওয়ানডেতে ৮১৪৬ রান এবং টি-টোয়েন্টিতে করেছেন ১৭৫৮ রান।
প্রথম বাংলদেশি ক্রিকেটার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের আগে আরও ৩৯জন ব্যাটার ১৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। তামিম ইকবাল হলেন ৪০তম ক্রিকেটার।
আরো পড়ুন : এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২৫টি সেঞ্চুরি রয়েছে তামিমের। হাফ সেঞ্চুরি রয়েছে ৯৩টি। টেস্ট অভিষেক হয়েছে তার ২০০৮ সালে, ওয়ানডে অভিষেক হয়েছে ২০০৭ সালে এবং টি-টোয়েন্টি অভিষেক হয়েছে ২০০৭ সালে।
সান নিউজ/জেএইচ