স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দেওয়া ৩৩৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে আয়ারল্যান্ড কোনো উইকেট না হারালেও ১১তম ওভার থেকে তাদের ব্যাটিংয়ে ধ্বস নামা শুরু হয়। ২০ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছেন তাদের ৫ ব্যাটার।
আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি
উইকেট শিকারের শুরুটা করেন সাকিব আল হাসান। আইরিশদের উদ্বোধনী জুটি বিপজ্জনক হয়ে উঠার আগেই ধোয়েনিকে বিদায় করেন সাকিব। এরপর নিজের করা টানা দুই ওভারে আইরিশদের দুই ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার এবাদত হোসেন। তারপর উইকেট শিকারে এবাদতের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে অ্যান্ডি বালবির্নিকে বোল্ড করে ফেরান সাজঘরে। বালবির্নি ১২ বলে করেন ৫ রান। এখানেই শেষ নয়। পরের ওভারে তাসকিনের শিকার লরকান টাকার। অফে করা শর্ট বল টাকারের ব্যাটে লেগে যায় স্লিপে। হালকা লাফিয়ে দারুণ ক্যাচ নেন ইয়াসির আলী। বিদায় নেয়ার আগে টাকার করেন ৮ বল থেকে ৬ রান।
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন
ফলে ভালো শুরু করেও টাইগারদের বোলিং তোপে ১৬ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। এখন পর্যন্ত তাসকিন ও ইবাদত নিয়েছেন সমান ২ উইকেট। সাকিবের শিকার একটি।
সান নিউজ/জেএইচ