সংগৃহীত
খেলা

বাংলাদেশের সংগ্রহ ৩৩৮

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হৃদয়-সাকিবের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছে লাল-সবুজের জার্সিধারীরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে টাইগাররা।

আরও পড়ুন : তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ৩ রানের মাথায় বিদায় ওপেনার নেন তামিম ইকবাল। আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর শুরুর সেই চাপ কিছুটা সামলে নেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত।

তবে দলীয় ৪৯ রানের সময় সাজঘরে ফেরেন লিটনও। ৩১ বলে ২৬ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ আউটের শিকার হন তিনি। এরপর ক্রিজে নামেন সাকিব আল হাসান। সাকিব-শান্ত দুজনে নেন দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব। তবে বেশিদূর এগোতে পারেনি এই জুটি। দলীয় ৮১ রানে বিদায় নেন শান্ত। ৩৪ বলে ব্যক্তিগত ২৫ রান করে ফেরেন তিনি।

আরও পড়ুন : ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ

এরপর ক্রিজে আসেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। সাকিবকে নিয়ে গড়েন বড় জুটি। এদিনই সাকিব ওয়ানডেতে নিজের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। অন্যপ্রান্তে অভিষিক্ত হৃদয়ও দারুণ খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। যদিও দুজনের সামনেই সেঞ্চুরির সুযোগ থাকলেও কেউই পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে।

ব্যক্তিগত ৯৩ রানের মাথায় ক্যাচ আউট হয়ে বিদায় নেন সাকিব। এই অলরাউন্ডারের বিদায়ের পরই হাত খুলে খেলতে থাকেন হৃদয়। অন্যপ্রান্তে মুশফিুকর রহিম খেলেন ঝড়ো এক ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। তবে অর্ধ-শতক তোলার আগেই বিদায় নেন তিনি। ২৫ বলে ৪১ রান করে সাঝঘরের পথ ধরেন এই উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

এরপর অভিষেকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা আর পাওয়া হয়নি হৃদয়ের। সাকিবের মতো নার্ভাস নাইন্টিতে কাটা পড়েন তরুণ এ ব্যাটারও। মিডউইকেটের ওপর দিয়ে লফটেট শট খেলতে গিয়ে ৯২ রানে বোল্ড অউটের শিকার হন তিনি। দলের রান তখন ২৯৭।

শেষ দিকে দলের হাল ধরার চেষ্টা করেন ইয়াসির আলি রাব্বি। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দেন তাসিকন আহমেদ। কিন্তু বিশাল একটি ছক্কা হাঁকিয়ে তাসকিনও ফিরে যান ১১ রানে। এরপর রান আউটে কাটা পড়ে রাব্বি ফেরেন ১৭ রান করে। নাসুম আহমেদ ১১ রানে ও মোস্তাফিজুর রহমান ২ রানে থাকেন অপরাজিত।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ রান। ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেন গ্রাহাম হিউম। একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, এ্যান্ডি ম্যাকব্রাইন ও কার্টিস ক্যাম্ফার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা