ক্রীড়া প্রতিবেদক:
পুরুষদের পাশাপাশি এবার অনুশীলন শুরু করছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। আজ (১০ আগস্ট) থেকে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও খুলনায় পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অনুশীলনে ব্যস্ত হবেন। সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে শুধুই থাকছেন পুরুষরা। তবে বগুড়ায় শুধুই নারী ক্রিকেটার।
রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুরুষ ক্রিকেটারদের অনুশীলন সূচিতে ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। ব্যাটসম্যান হিসেবে ইনডোরে ব্যাটিং ও মূল ভেন্যুতে তাদের পাশাপাশি রানিং করবেন নারী জাতীয় দলের শারমিন সুলতানা ও শারমীন সুপ্তা।
এছাড়া বোলার হিসেবে শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, আমিনুল বিপ্লবের পাশাপাশি ইনডোরে বোলিং ও মূল ভেন্যুতে রানিং করবেন জাহানারা আলম ও নাহিদা আক্তার।
খুলনায় পুরুষ ক্রিকেটারদের মধ্যে অনুশীলন করছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মাহাদী হাসান। তাদের সাথে এবার নারী ক্রিকেটার হিসেবে অনুশীলন শুরু করবেন সালমা আহমেদ ও রুমানা আহমেদ।
সিলেটে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ অনুশীলন করছেন।
চট্টগ্রামে প্র্যাকটিসে আছেন নাঈম হাসান, ইয়াসির রাব্বি ও ইরফান শুকুর। রাজশাহীতে অনুশীলন করছেন নাজমুল হোসেন শান্ত ও সানজামুল ইসলাম।
আর বগুড়ায় নারী ক্রিকেটার হিসেবে অনুশীলন শুরু করছেন খাদিজাতুল কোবরা ও শারমীন সুলতানা।