স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান চেলসি ছেড়ে আর্সেনালে যাচ্ছেন এবার। সাত বছর ধরে চেলসি খেলছিলেন তিনি।
গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চেলসির হেরে যাওয়া ম্যাচটি খেলতে পারেননি এই ৩২ বছর বয়সী ফুটবলার।
এক চিঠিতে ভক্তদের উদ্দেশে এই মিডফিল্ডার বলেন, “সময় হয়েছে এখন চলে যাওয়ার। আমি মাথা উঁচু করেই যাচ্ছি এবং গর্ব নিয়ে বলছি নীল জার্সিতে আমি সব সময় নিজেকে উজাড় করেই খেলেছি”।
রাশিয়ান ক্লাব আঝিমাখাচাকালা থেকে ২০১৩ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন উইলিয়ান। দলের হয়ে খেলেছেন ৩৩৯ ম্যাচ। জিতেছেন দুইটা প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগের শিরোপা। আর ব্যাক্তিগত অর্জনে দুইবার ক্লাবের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন উইলিয়ান।
তিন বছরের চুক্তিতে এবার উইলিয়ান যাচ্ছেন আর্সেনালে। যদিও ক্লাব দুই বছরের চুক্তি করতে চেয়েছিল।