স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি ঝলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ ষোল দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। একই রাউন্ডের অন্য ম্যাচে চেলসিতে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বায়ার্ন মিউনিখ।
লেংলেটের গোলে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। দূর্দান্ত একক নৈপুন্যে লিওনেল মেসি ব্যবধান দ্বিগুণ করেন ২৩ মিনিটে। প্রথমার্ধের শেষ মিনিটে স্পট কিক থেকে গোলে ব্যবধান ৩-০ করেন লুই সুয়ারেজ। সেকেন্ডের ব্যবধানে আরেকটি পেনাল্টি খেকে ইনসাইন করেন নাপোলির একমাত্র গোলটি। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। প্রথম লেগে ১-১ গোলে ড্র ছিল দুই দলের ম্যাচ। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা।
অন্য ম্যাচে বায়ার্নের দুটি গোল করেন লোয়ানডস্কি। পেরিসিচ ও টলিসো বাকি দুটি গোল করেন। চেলসির একমাত্র গোলটি করেন আব্রাহাম। প্রথম লেগে বায়ার্ন ৩-০ ব্যবধানে হারিয়েছিল চেলসিকে। দুই লেগে মিলিয়ে বায়ার্ন শেষ আটে উঠলো ৭-১ ব্যবধানে।
বার্সেলোনা এবং বায়ার্ন দুই দলই মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের হিসেবে এখন ১২ আগস্ট খেলবে আটালান্টা-পিএসজি, ১৩ আগস্টের ম্যাচ লিপজিগ-অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সা-বায়ার্ন খেলবে ১৪ আগস্ট এবং ১৫ আগস্ট মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁও। সবগুলো ম্যাচই হবে পর্তুগালের লিসবনে।