স্পোর্টস ডেস্ক : নারীদের টি-২০ বিশ্বকাপে প্রোটিয়া নারীদের ১৯ রানে হারিয়েছে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়লেন অজি নারীরা।
আরও পড়ুন : দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা
এদিন ম্যাচে ওপেনার বেথ মুনি তার ৭৪ রানের ইনিংসে ১৫৬ রানের টার্গেট দেয় প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রোটিয়া নারীদের।
টসে জিতে অজি অধিনায়ক মেগ ল্যানিং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই দুই অজি ওপেনার পাঁচ ওভারে ৩৬ রান সংগ্রহে করে। পরে আফ্রিকার মিডিয়াম পেসার ম্যারিজেন ক্যাপের মারাত্মক বলে আউট হওয়ার আগে ১৮ রান করে হিলি ডি ক্লার্ককে ক্যাচ দিয়ে ফেরেন।
আরও পড়ুন : উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
এদিকে ব্যাটিং অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও মুনির জুটিতে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ হয়। ২১ বলে ২৯ রান করার পর গার্ডনার প্রোটিয়া অধিনায়ক সুনে লুসের তালুবন্দি হন।
এরপর আরও ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এ সময় একপাশ আগলে রেখে ৫৩ বলে অপরাজিত ৭৪ রান করে পুরো আলো কেড়ে নেন মুনি।
আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান
শেষদিকে অজি ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
প্রোটিয়া শাবনিম ইসমায়েল ও ক্যাপ ২টি করে এবং মালাবা ও ট্রায়ন ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন : লড়াইয়ের আভাস দিলেন বাইডেন
ব্যাট করতে নেমে ধীর গতিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার তাজমিন ব্রিটস দলীয় ১৭ রানের পরই প্রথম উইকেট হারান। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফর্ম করে প্রোটিয়া ওপেনার লরা ভলভার্ট নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন।
প্রোটিয়াদের কোনো জুটি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। একপাশ ভলভার্ট আগলে রাখলেও অন্যপাশে একের এক ব্যাটার নামতে থাকেন। শেষদিকে কেবল ট্রায়ন তাকে কিছুক্ষণ সঙ্গ দেন।
আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প
শেষ ২ ওভারে প্রোটিয়াদের ৩০ ঊর্ধ্ব রান দরকার ছিল। কিন্তু নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হন তারা।
ভলভার্ট ৪৮ বলে ৬১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ট্রায়ন।
আরও পড়ুন : শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি
অস্ট্রেলিয়ার মেগান, গার্ডনার, ব্রাউন ও জনাসেন ১টি করে উইকেট নেন। প্রোটিয়াদের ২টি উইকেট রান আউটের ফাঁদেই কাটা পড়ে।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম নারী টি-২০ বিশ্বকাপ শুরু হয়। ছেলেদের মতো অস্ট্রেলিয়ার নারীরাও ক্রিকেটের বিশ্বমঞ্চে রাজত্ব করে চলেছে। নারীদের টি-২০ ফরম্যাটে সাতটি আসরের মধ্যে সর্বোচ্চ ৫ বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
সান নিউজ/এনজে