স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে লিঁওকে হারিয়েছিল জুভেন্টাস। তবে অ্যাওয়ে গোলের হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিঁও। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১২ মিনিটে লিঁওর ডিপের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। প্রথমার্ধেই আরেকটি স্পট কিক থেকে গোলে ম্যঅচে সমতা আনেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি ৬০ মিনিটে ব্যাক্তিগত প্রচেষ্টাতে আরেকটি গোলও করেন তিনি। ম্যাচ জেতে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে গড় হয় ২-২। অ্যাওয়ে গোলের হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অলিম্পিক লিঁও।
ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগের ধারাবাহিকতাতেই যেন ম্যাচ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে সিটি লিড নেয়। রিয়ালের বেনজেমা সেই গোল ফেরান ২৮ মিনিটে। গ্যাব্রিয়েল জেসুসের ৬৮ মিনিটের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ম্যান সিটি ম্যাচ জেতে সেই ব্যবধানেই। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে শেষ আট নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।
কোয়ার্টার ফাইনালে ১৬ আগস্ট মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁও।