স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্ব আনেক দিনের। মাঝে কয়েক বছর ধরে গুঞ্জন ভালো নেই এই দুই টাইগারের সম্পর্ক। করোনাকালে যখন সারা বিশ্বে লকডাউন চলছিল তখন তামিম ইকবাল নেন ভিন্ন একটি উদ্যোগ। ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই লাইভে দেশি ও বিদেশি ক্রিকেটাররা অংশ নিলেও দেখা যায়নি সাকিব আল হাসানকে। এরপরই ভক্তদের মধ্যে সঞ্চার হয় নানা প্রশ্নের। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল নানা আলোচনা।
আরও পড়ুন : বাংলাদেশের ড্রেসিংরুমে চলছে গ্রুপিং!
সর্বশেষ গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাতকারে ক্রিকবাজকে বিসিবি সভাপতি জানান গ্রুপিং চলছে বাংলাদেশ ড্রেসিংরুমে। সাকিব-তামিমের সম্পর্ক ভালো নয় বলে জানান তিনি। এ নিয়ে তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেও দু’জনের বিরোধ মেটাতে পারেননি বলেও মন্তব্য করেছিলেন পাপন। এরপর আরো জোরালো হয় এই আলোচনা। তবে আজ রোবরার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে সংবাদ সম্মলনে অধিনায়ক তামিম স্পষ্টভাবে জানিয়েছেন মাঠের মধ্যে তাদের সবকিছুই ঠিক, মাঠের বাইরে কি সেটা কোনো ম্যাটার (ব্যাপার) করে না।
আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে
তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। এর বাইরে কোনো কিছু ম্যাটার করে না (নাথিং এলস ম্যাটার)।’
দুজনের সম্পর্ক নিয়ে বিসিবি সভাপতি কড়া বার্তাও দিয়েছিলেন, যাতে ম্যাচ চলাকালে এসবের প্রভাব না পড়ে। পাপন বলেছেন, ‘তবে প্রত্যেককে আমি একটা বার্তা দিয়েছি। তা হলো- তোমাদের মধ্যে কী ঝামেলা চলছে তা আমি জানি না। কিন্তু ম্যাচের সময়, সিরিজ চলার সময় যখন তোমরা একসঙ্গে খেলছো তোমাদের ভেদাভেদ সামনে আসা যাবে না। প্রত্যেকে নিশ্চয়তা দিয়েছে, এটা ম্যাচ চলাকালে প্রকাশ পাবে না।’
আরও পড়ুন : ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা পাঠান
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক থাকে... আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয় সে করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস।’
সাকিব-তামিমের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক কি ঠিক হবে? এমন প্রশ্নে তামিম বলেন, ‘সম্ভব সব কিছু। যেটাই হয়েছে দুজনের মধ্যে হয়েছে। এটা দুজনের মধ্যেই থাকা উচিৎ। এটা নিয়ে কোনো মন্তব্য করবো না এখানে।’
আরও পড়ুন : সন্ধ্যায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তামিম আরও বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’
সান নিউজ/জেএইচ