খেলা

বাংলাদেশেকে ৮ উইকেটে হারাল অস্টেলিয়া

সান নিউজ ডেস্ক: সাবেক চাম্পিয়ন অস্ট্রেলিয়ার কছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে বিশ্বকাপে টানা দুই পরাজয় দেখল নিগার সুলতানা-নাহিদারা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৭ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। তবে এই রানেও পাঁচ বারের চাম্পিয়নদের রীতিমত ঘাম ঝড়ায় নাহিদারা। রান তারা করতে ১৮.২ ওভার খেলতে হয় অজিদের।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাহারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ দিন আগের ম্যাচের একাদশ থেকে বাদ পরেন জাহানারা আলম ও লতা মন্ডল।

ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ। ১১ রানেই ২ উইকেট হারায় টাইগ্রেসরা। সাময়িক বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাওয়ার প্লের পরেও রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ। একপাশে নিয়মিত উইকেট পতন হলেও অন্য প্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা। ৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি।

৭টি চারে আর ১টি ছয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম অর্ধশতক হাঁকান বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে। দলীয় ৯৯ রানে তিনি আউট হলে আর বেশি এগোতে পারে নি বাংলাদেশের রান। বাংলাদেশ থামে ১০৭ রানে।

আরও পড়ুন: পিএসএল খেলতে গেলেন সাকিব

১-৮ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৯ রানে ওপেনার বেথ মুনির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেট বড় জুটি গড়ে কোনো চাপ-ই আসতে দেননি অ্যালসা হিলি আর মেগ ল্যানিং। ৩৭ রান করে হিলি মারুফার শিকার হয়ে ফিরলে কিছুটা রানের লাগাম টানে বাংলাদেশ। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ৮ উইকেট ও ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজি নারীরা।

দুই ম্যাচে দুই হার নিয়ে গ্রুপ এ - তে পয়েন্ট টেবিলের চারে আছে বাংলাদেশ। সামন সংখ্যক ২ ম্যাচে দুই জয় নিয়ে তালিকায় প্রথম ও দ্বিতীয় যথাক্রমে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। অন্যদিকে তলানিতে আছে নিউজল্যান্ড।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা