স্পোর্টস ডেস্ক:
করোনা ভাইরাসের প্রভাবে ফুটবলে নতুন নিয়মের প্রবর্তন করেছিল ফিফা। বদলী খেলোয়াড় হিসেবে দলগুলো একটি ম্যাচে পাঁচবার ফুটবলার পরিবর্তন করতে পারবে। নিয়মটি ক্লাব পর্যায়েও মানা হচ্ছিল।
তবে আগামী মৌসুমে এই নিয়মের বিপক্ষে অবস্থান করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আগের নিয়মে তিন বদলীতেই ফেরত যেতে চায় ক্লাবগুলো। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সভায় ভোটাভুটিতে এই সিদ্ধান্ত নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব।
ফিফা বলেছিল, ২০২১ সালের আগস্ট পর্যন্ত পাঁচ বদলীর নিয়মে ফুটবল খেলা হবে। তবে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে পুরোনো নিয়মটিই থাকবে কিনা সে ব্যাপারে ফিফা থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।