স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ও রংপুর রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৭৭ রান সংগ্রহ করেছে কুমিল্লা। জয় পেতে রংপুরকে করতে হবে ১৭৮ রান।
আরও পড়ুন: ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না
এদিন ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভালো শুরু করেন লিটন দাস। দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে ফেরেন রিজওয়ান। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমত তান্ডব চালাতে থাকেন লিটন। তিনে ব্যাট করতে নামা সুনীল নারিন (৮) এবং চারে নামা ইমরুল কায়েস ফেরেন (১৯) রানে। ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান লিটনও।
এরপর জাকের ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৩টি ছয়ে এই রান করেন জাকের। এ ছাড়া ২০ বলে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন খুশদিল। ৩টি ছক্কা ও ২টি চার হাঁকান এই পাকিস্তানি। অপর অপরাজিত ব্যাটার আন্দ্রে রাসেল খেলার সুজোগ পান মাত্র এক বল। এ বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেননি তিনি।
আরও পড়ুন: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার
রংপুরের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
সান নিউজ/জেএইচ/এমআর