স্পোর্টস ডেস্ক:
কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস বসুন্ধরা কিংস ছেড়ে যাবার পর তার বিকল্প খুঁজছিল বসুন্ধরা। এবার বসুন্ধরা কিংস এ তার স্থলে খেলতে আসছেন ব্রাজিলের ফুটবলার রবসন আজেভেদো ডি সিলভা। রবিনিয়ো নামেই যিনি বেশি পরিচিত।
এরই মধ্যে তার সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা। আগামী মাসে ঢাকায় আসার কথা রয়েছে তার।
ব্রাজিলের পেশাদার ক্লাব ফ্লুমিনেন্স থেকে এক বছরের ধারে বসুন্ধরা কিংসে খেলতে আসছেন এই ব্রাজিল তারকা।
২৫ বছর বয়সী এই উইঙ্গার ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্সে ফুটবলার হলেও গত মৌসুমে সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে ধারে খেলছিলেন তিনি।
তিনি জুটি গড়বেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোসের সঙ্গে। ব্রাজিলের এই ফুটবলার ক্লাবের সঙ্গে যোগ দিলে একইসাথে ব্রাজিল-আর্জেন্টিনার জুটি দেখবে বাংলাদেশের ফুটবল সমর্থকরা।
বসুন্ধরায় যোগ দিয়ে রবিনিয়োর প্রথম অ্যাসাইনমেন্ট হবে অক্টোবরের এএফসি কাপ। দক্ষিণ এশিয়ান অঞ্চলের 'ই' গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে আছে মালদ্বীপের টিসি স্পোর্টস, মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং ভারতের চেন্নাই সিটি।
এরই মধ্যে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। করোনা ভাইরাসের কারণে বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপে।
বসুন্ধরার পরবর্তী ম্যাচগুলো হবার কথা রয়েছে আগামী ২৩, ২৬ ও ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। এই ম্যাচগুলোর জন্য সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা তাদের।
সান নিউজ/সালি