স্পোর্টস ডেস্ক:
ফুটবলকে বিদায় জানালেন ইকার ক্যাসিয়াস। স্পেন ও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ৩৯ বছর বয়সে খুলে রাখলেন তার গ্লাভস।
টুইটারে এক বিদায় বার্তায় ক্যাসিয়াস বলেন, গুরুত্বপূর্ণ হলো সেটাই যে পথে আপনি যাত্রা করছেন এবং যারা আপনার সঙ্গী হিসেবে আছে। কোন লক্ষ্যে আপনি শেষ পর্যন্ত পৌছাতে পারলেন তা নিয়ে চিন্তা না করাটাই সবচেয়ে ভাল।
২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে ১৬৭ ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস। এর মধ্যে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
ক্লাব দল রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ বছরের কারিয়ারে খেলেছেন ৭২৫ ম্যাচ। জিতেছেন ৩টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৫টি লা লিগা শিরোপা।
২০১৫-তে পোর্তোতে যোগ দিয়েছিলেন ক্যাসিয়াস। পর্তুগীজ দলের হয়ে খেলেছেন ১৫৬ ম্যাচ। জিতেছেন দুটি প্রিমেরা লিগা ও একটি পর্তুগীজ কাপ শিরোপা।
সান নিউজ