স্পোর্টস ডেস্ক:
৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ওয়ানডে জিতলো আয়ারল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশরে ৭ উইকেটে হারিয়েছে আইরিশরা। ম্যাচ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে আয়াল্যান্ড।
অধিনায়ক ওয়েন মর্গানের সেঞ্চুরি এবং ব্যান্টন ও উইলির ফিফটিতে ৩২৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে স্টার্লিং ও বালবার্নির শতকে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে আয়ারল্যান্ড।
১৪ রানের মধ্যে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোকে হারিয়ে ইংল্যান্ডের ইনিংস শুরু হয়। দ্রুতই বিদায় নেন ওয়ান ডাউনে নামা ভিন্সও।
চার নম্বরে নামা অধিনায়ক মর্গান এরপর সঙ্গী পান ব্যান্টনকে। সেঞ্চুরি করেন মর্গান। ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক এটি মর্গানের। ৮৪ বলে ১০৬ রান করেন তিনি।
ব্যান্টন ক্যারিয়ারের প্রথম ফিফটি করে আউট হন ৫৮ রানে। এরপর লোয়ার মিডল অর্ডারে উইলি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ৫১ এবং কুরানের ৩৮-এ ৩২৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। আয়ারল্যান্ডের ইয়াং ৩টি এবং লিটল ও ক্যাম্পার ২টি করে উইকেট নেন।
জিততে হলে করতে হবে রেকর্ড। সেই লক্ষ্যটা দারুণভাবে পূরণ করেছে আয়ারল্যান্ড।
দলীয় ৫০ রানে ওপেনার ডেলানিকে হারায় আইরিশরা। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার স্টার্লিং ও বালবার্নি গড়েন ২১৪ রানের জুটি। পল স্টার্লিং ১২৮ বলে ১৪২ রান করেন। ক্যারিয়ারে নবম শতক এটি স্টার্লিংয়ের।
অন্যদিকে ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক হাঁকানো অ্যান্ডি বালবার্নি ১১৩ রান করে আউট হন। দলীয় রান তখন ২৭৯।
জয়ের বাকি কাজটা শেষ করেন ট্যাক্টর এবং কেভিন ও’ব্রায়ান। ট্যাক্টর অপরাজিত ২৯ ও ২১ রান করেন ব্রায়ান। ৭ উইকেটে ম্যাচ জিতে আয়ারল্যান্ড। তবে সিরিজ হারে ২-১ ব্যবধানে। পল স্টার্লিং হন ম্যাচ সেরা ক্রিকেটার।
সান নিউজ