স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।
আরও পড়ুন : নতুন রেকর্ড গড়লেন রিজওয়ান!
টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় খুলনা টাইগার্স।
দলকে জয় এনে দিতে দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। তিনি ফিফটি মিস করলেও মাহমুদুল হাসান জয় ফিফটি পেয়েছেন। আর অধিনায়ক ইয়াসির রাব্বি ঝড়ো এক ইনিংসে ফিনিশিং টেনেছেন।
আরও পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাটে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার ম্যাক্স ও’ডাউডকে হারালেও উসমান খান এবং আফিফ হোসেন রান পান। ওপেনার উসমান ৩১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কার শট আসে।
তিন নম্বরে নামা আফিফ ৩১ বলে ৩৫ রান করেন। এছাড়া ডারউইস রসুলি ২৫ রান করেন। ৯ বলে ২১ রানের ইনিংস খেলেন পেস অলরাউন্ডার ফরহাদ রেজা। তাদের ছোট ছোট ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৫৭ রান তোলে চট্টগ্রাম।
আরও পড়ুন : সাকিব অসাধারণ অধিনায়ক
জবাবে খেলতে নেমে শূন্য করে ফিরে যান খুলনার মুনিম শাহরিয়ার। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল জয়। তামিম ৩৭ বলে ৪৪ রান করেন। তরুণ জয় ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তার ওই জুটিতেই জয়ের পথে এগিয়ে যায় খুলনা।
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
এরপর অধিনায়ক ইয়াসির রাব্বি ও আজম খান মিলে ৪ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন। আজম খান ১৬ বলে ১৫ ও ইয়াসির রাব্বি ১৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
সান নিউজ/এসএম/এইচএন