স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলিয়ান স্টার নেইমারকে আবারো বার্সেলোনায় আনার আপাতত কোন সম্ভাবনা দেখছেন না বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামিউ। তার মতে, করোনার এই সময়ে নেইমারের মতো খেলোয়াড়কে কেনা বার্সার পক্ষে সম্ভব না।
স্প্যানিশ এক সংবাদ মাধ্যমকে বার্তামিউ বলেন, গত মার্চ থেকে জুন পর্যন্ত বার্সার ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি করেছে। যেখানে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার বার্সা থেকে পিএসজি গিয়েছিল।গত মৌসুমেও একবার নেইমারকে বার্সায় ফেরানোর ব্যাপারে আলোচনা উঠেছিল।
সিরি আ'র দল জুভেন্টাস থেকে এবার মিরালেম প্যানিককে নিয়েছে বার্সেলোনা। এছাড়া ইন্টার মিলান থেকে লটারোকে নেয়ার ব্যাপারে ইন্টার মিলানের সাথে কথাবার্তা শুরু হয়েছিল। তবে আর্থিক অবস্থা বিবেচনায় তাও বেশিদূর এগোয়নি।
সান নিউজ