স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে সিরিজ জয় নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।
১৫ রানে বিদায় দুই ওপেনারের। টস জিতে ব্যাটিংয়ে গিয়ে শুরুতেই এমন আঘাত পায় আয়াল্যান্ড। টপ মিডল অর্ডারে এরপর ইনিংস খেলার চেষ্টা করেছিলেন বালবার্নি ও ট্যাক্টর। কিন্তু তারাও ব্যর্থ ছিলেন বড় ইনিংস খেলতে। ১৫ করেন বালবার্নি এবং ট্যাক্টর করেন ২৮ রান।
এরপর লোয়ার মিডল অর্ডারে ক্যাম্ফারের ৬৮তে রক্ষা হয় আয়ারল্যান্ডের। এছাড়া সিমি সিং ২৫ ও ম্যাকব্রাইন করেন ২৪ রান। ৯ উইকেটে ২১২ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস।
লক্ষ্যে ওপেনিংয়ে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। অন্য প্রান্তে জেসন রয় (০), ভিন্স (১৬), ব্যান্টন (১৫) কাউকে বেয়ারস্টো বেশি সময়ের জন্য পাননি। তবে করেছেন নিজের কাজটা। ৪১ বলে খেলেন ৮২ রানের দূর্দান্ত এক ইনিংস। ১৪টি চার ও দুটি ছয়ের মার ছিল ম্যাচ সেরা বেয়ারস্টোর ইনিংসে।
বেয়ারস্টোর বিদায়ের পরপরই আউট হন মর্গান ও মঈন। ১৩৭ রানে নেই ৬ উইকেট। এ অবস্থায় ত্রাতা হন স্যাম বিলিংস ও ডেভিড উইলি। ৪৬ করে বিলিংস ও ৪৭ করে উইলি অপরাজিত থাকেন। ৬ উইকেট হারিয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৪ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সান নিউজ