ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৬ উইকেট। কিন্তু হাতে কাছে কেবল ১০০ রান। এর মধ্যে বাকি ৬ ব্যাটারকে আউট করতে পারলেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার
শনিবার (২৪ ডিসেম্বর) ১৪৫ রানের ছোট লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমেও চরম বিপাকে লোকেশ রাহুলের দল। তৃতীয় দিন শেষ ঘণ্টায় সাকিব ও মিরাজের বিষাক্ত স্পিন ঘূর্ণির মুখে শেষ সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৪৫ রানে দিন শেষ করেছে সফরকারীরা।
স্বাগতিকদের পুঁজি স্রেফ ১০০ রান। ভারতের হাতে আছে ৬ উইকেট। এর আগে ইংল্যান্ডকে এই মাঠে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। সেবার এক সেশনে ১০ উইকেট তুলে নিয়েছিল মাত্র ৬৪ রানে। সাকিব, তাইজুল, মিরাজে বধ হয়েছিল প্রভাবশালী অস্ট্রেলিয়াও।
আরও পড়ুন : ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
বছর শুরু হয়েছিল চমক জাগানো সাফল্যে, মাউন্ট মুঙ্গানুইতে নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর মধ্য দিয়ে। আর এখন বছরের শেষ টেস্টে ক্রিকেটের এক নম্বর দল ভারতের সাথে জয়ের হাতছানি।
এবার কি ভারতের পালা? দলের প্রতিনিধি হয়ে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। এ ব্যাটসম্যানের বিশ্বাস, শতরানের পুঁজি নিয়েও জেতা সম্ভব।
আরও পড়ুন : সাকিব ঝলকে অলআউট ভারত
লিটনের আশাবাদী উচ্চারণ, ‘কাল রোববার সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, তাহলে অবশ্যই জেতা সম্ভব।’
লিটন দাসের জবাব, ‘হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। চতুর্থ দিন সকালে খেলতে এসেই যদি ২ উইকেট হারিয়ে বসে ভারত, আমরা যদি উইকেট নিয়ে নিতে পারি, তবে অবশ্যই সম্ভাবনা থাকবে। জানি এরপর রিশাভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে তারাও পরিস্থিতির কারণে চাপে থাকবে।’
আরও পড়ুন : ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা
বাংলাদেশ ভারতকে ২০০ থেকে ২২০ রানের টার্গেট দিতে চেয়েছিল। শেরে বাংলার এ উইকেটে সেটাই চ্যালেঞ্জিং লক্ষ্য হতো, এমনটাই মনে করেন লিটন।
তিনি বলেন, ‘আমরা জানি মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। যে স্কোর দাঁড় করেছি, এখনও আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য জয়ের জন্য কঠিন হবে তাদের জন্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই।’
সান নিউজ/এমএ/এইচএন