সান নিউজ ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা টেস্টে তৃতীয় দিনে জয়ের জন্য ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ শুরুতেই আঘাত হেনেছে ভারতীয় শিবিরে। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।
আরও পড়ুন: আ’লীগের জাতীয় সম্মেলন আজ
ইনিংসের তৃতীয় ওভারে সাকিব টার্নে পরাস্ত করেছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে (২)। ব্যাটে ছোঁয়া লেগে বল চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে।
এর আগে বাংলাদেশ দল আজ সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।
আরও পড়ুন:বড় বিপদে পড়েছে টাইগাররা
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: ৩১৪/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)
সান নিউজ/এসআই