সান নিউজ ডেস্ক: নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিং জুুটিটা ছিল দারুণ। শান্ত আউট হয়ে গেছেন, তবে জাকির হাসান তার অভিষেক টেস্টে খেলেছেন লড়াকু এক ইনিংস। এখনও আউট হননি।
আরও পড়ুন: টেস্ট জিততে টাইগারদের চাই ৪৭১
এর আগে বাংলাদেশের সামনে ৫১৩ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে টাইগারদের বিশ্বরেকর্ড গড়তে হবে।
তৃতীয় দিনের শেষ বিকেলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান সেই সুযোগ দেননি।
আরও পড়ুন: গুঞ্জন নিয়ে মুখ খুললেন বেনজেমা
তৃতীয় দিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর পর ভারত ১২ ওভারে ব্যবহার করেছে পাঁচ বোলার। কিন্তু উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। শান্ত ২৭ আর জাকির ১৫ রানে অপরাজিত ছিলেন।
অভিষিক্ত জাকির হোসেনের সঙ্গে ৪৬ ওভারে ১২৪ রানের জুটি গড়ে ফেরেন শান্ত। দারুণ খেলতে থাকা শান্ত অবশ্য আরও একবার আউট হয়েছেন নিজের ভুলে।
উমেশ যাদবের বেশ বাইরের বল খোঁচা দিয়ে ক্যাচ হয়েছেন এই বাঁহাতি। স্লিপে বিরাট কোহলি সেই ক্যাচ ফেলে দিয়েছিলেন, কিন্তু মাটিতে পড়ার আগেই সেটা গ্লাভসবন্দী করেন রিশাভ পান্ত।
আরও পড়ুন: ফ্রান্স শিবিরে দুঃসংবাদ!
১৫ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন শান্ত। যেটি তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট হাফসেঞ্চুরি। ১৫৬ বলে গড়া তার ৬৭ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।
শান্ত আউট হওয়ার সাত রানের মাথায় আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতোই বোল্ড হয়েছেন ইয়াসির আলী রাব্বি (৫)। এবার তার উইকেট ভেঙেছেন অক্ষর প্যাটেল।
লিটন দাস ধীরগতিতে দেখেশুনে খেলছিলেন। কিন্তু হঠাৎ উঁচু করে মারতে গেলেন। উইকেট দিলেন কুলদ্বীপ যাদবকে, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন লিটন (১৯)।
আরও পড়ুন: অস্বস্তি নিয়েই দিন শেষ বাংলাদেশের
৩ উইকেটে ১৭৬ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। জাকির হাসান ৮২ আর মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৩৩৭ রান।
সান নিউজ/এনকে/এমএ