স্পোর্টস ডেস্ক: ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
আরও পড়ুন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুধবার (১৪ ডিসেম্বর) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।
প্রথম টেস্ট ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও খেলছেন তিনি। এদিকে, বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছে ব্যাটার জাকির হোসেনের।
আরও পড়ুন: সংক্রমণে শীর্ষে জাপান
পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয় বাংলাদেশের। এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ১১ টেস্টে। ৯টিতেই হেরেছে বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে, তবে সেগুলোতেও ছিল বৃষ্টির সাহায্য।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বি, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেট-কিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
আরও পড়ুন: কাভার্ডভ্যান চাপায় নিহত ২
ভারতীয় একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।
সান নিউজ/এমআর