স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশ রান না তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার
মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ১৮৬ রান তুলতেই সাকিব আল হাসান এবং এবাদত হোসেনের দারুণ বোলিংয়ে গুটিয়ে যায় ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান।
আরও পড়ুন: সড়কে ঝরল ৪৬৩ প্রাণ
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর ১৪ রান করে বিদায় নিলেন এনামুল হক বিজয়ও। ২৯ বলে খেলেন তিনি এই ইনিংসটি। মোহাম্মদ সিরাজের বলে মিডউইকেটে ক্যাচ তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে।
চতুর্থ উইকেট জুটিতে অবশ্য সাকিব এবং লিটন ৪৮ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
আরও পড়ুন: ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি
এরপর মুশফিকের সঙ্গে ২১ রানের ছোট জুটি গড়েন সাকিব। ব্যক্তিগত ২৯ রানে কোহলির একটি অসাধারণ ক্যাচে ফেরেন তিনি। ম্যাচে কোহলি সাকিবের বলে ঠিক একইরকম একটি দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফেরেন তিনি।
এর আগে সাকিব আল হাসান আর এবাদত হোসেনের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ৪১.২ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। সাকিব আল হাসান ৩৬ রানে নেন ৫ উইকেট এবং এবাদত হোসেন ৮.২ ওভার করে নেন ৪ উইকেট। বাকি উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ।
সান নিউজ/এমআর