স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইনজুরির সময়ের নাটকীয়তায় ৩ মিনিটে ২ গোল করে ওয়েলসের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে ইরান। তবে ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়া ইরানের বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা বেঁচে থাকলো ২-০ গোলের দুর্দান্ত এই জয়ে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে যান চলবে জানুয়ারিতে
বিশ্বকাপে টিকে থাকতে বাঁচামরার লড়াই ছিল ওয়েলস ও ইরানের। শুক্রবার দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দুটি গোলই হয়েছে ইনজুরি সময়ে।
ম্যাচের নির্ধারিত সময়ে দুর্দান্ত ফুটবল খেলে ইরান। ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
আরও পড়ুন: আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড
অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে নেওয়া জোরালো শটে গোল নিশ্চিত করেন রুজবেহ চেশমি। ঠিক তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রামিন।
খেলার শেষ সময়ে জোড়া গোল খেয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়া ওয়েলস প্রতিশোধের কোনো সুযোগই পায়নি। যে কারণে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলেও পরাজয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
আরও পড়ুন: প্রকৃতির সঙ্গে মানুষের মনও বদলে যায়
এই জয়ে 'বি' গ্রুপের দুইয়ে উঠে এসেছে ইরান। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও ইরান এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ইংলিশদের পেছনে রয়েছে। অন্যদিকে ১ ড্র ও এই হারে ১ পয়েন্ট নিয়ে ওয়েলস গ্রুপের তলানিতে রয়েছে।
সান নিউজ/এমআর