স্পোর্টস ডেস্ক:
টেস্টে ৫০০ উইকেট, এই মাইলফলকে নাম লেখালেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ১৪০ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তিনি এই মাইলফলক অর্জন করেন। ব্রড ছাড়াও এই তালিকায় আছেন আরো ছয় বোলার।
ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টে দলে ছিলেন না ব্রড। দলে না থাকায় তিনি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন। এরপর খেলেন পরের দুই টেস্ট।
এই ম্যাচ শুরুর আগে তার সংগ্রহে ছিল ৪৯১ উইকেট। সিরিজ নির্ধারণী শেষ টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট।
টেস্টে ব্রডছাড়াও ৫০০ উইকেটের মাইলফলকে থাকা বোলাররা হলেন শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০), অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন (৭০৮), ভারতের স্পিনার অনিল কুম্বলে (৬১৯), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৫৮৯), অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)।
সান নিউজ