স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সদ্য ঘোষিত ২০২৩ আইসিসি বিশ্বকাপের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচ হবে এটি।
দলে ডেব্যু হওয়ার সম্ভাবনা আছে কার্টিস ক্যাম্পার ও হ্যারি ট্যাক্টরের। ২০১৮ সালে দক্ষিন আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফর করেছিলেন ক্যাম্পার। বর্তমানে আইরিশ মায়ের পাসপোর্টের বদৌলতে খেলছেন আয়ারল্যান্ড দলে।
মিডল অর্ডারে দারুণ কার্যকরী ব্যাটসম্যান ট্যাক্টর। টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই তার অভিষেক হয়েছে।
ম্যাচ বাই ম্যাচ হিসেবে দল ঘোষণ করবে আয়ারল্যান্ড। সিরিজে হবে ৩টি ম্যাচ। প্রথম ম্যাচ হবে ৩০ জুলাই। এরপর ১ ও ৪ আগস্ট হবে বাকি দুটি ওয়ানডে।
আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবারনাই (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ওব্রায়ান, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়ড র্যানকিন, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লোরকান টাকার, ক্রেগ ইয়ং।
সান নিউজ