তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লাহোরের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার পরে পৌঁছান ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেইজ এক টুইটে টাইগারদের নিরাপদের পৌঁছার কথা নিশ্চিত করা হয়।
এর আগে রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য, মিঠুন, মোস্তাফিজ ও শফিউলরা।
১৫ জন ক্রিকেটার বাদে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলে ২৩ সদস্যের দল পাকিস্তানে গেছেন। সঙ্গে গেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই সদস্য ও একাধিক গণমাধ্যমকর্মী।
আজ বিশ্রাম নিয়েই পরদিন থেকেই খেলতে নেমে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। ২৪ তারিখ প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতিয় টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি।
সবগুলো খেলায় অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম দফার তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সময় মোট ১০ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী ২৮ জানুয়ারি ফিরে আসবে জাতীয় দলের বহর। তারপর আবার খেলা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তখন একটি টেস্ট (৭ ফেব্রয়ারি)। এরপর আবার শেষভাগে আরেক টেস্ট আর ওয়ানডে (এপ্রিলে)।