স্পোর্টস ডেস্ক:
লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২৮ আগস্ট থেকে শুরু হবে এই লিগ।
করোনা থেকে নিজেদের বেশ সামলে রেখেছিল শ্রীলঙ্কা। আর তাতেই তারা মাঠের ক্রিকেটে ফিরেছিল গত মাসেই। তবে কোন সিরিজ আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা। ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ পিছিয়ে যায় তাদের।
তাই বেশ কিছুদিন ধরেই ঘরোয়া লিগ নিয়ে কাজ করা বোর্ড অবশেষে নির্বাহী কমিটি সভা করে প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণা দিলো।
৫টি দল খেলবে এই লিগে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আশা ৭০ জন বিদেশী খেলোয়াড় তারা এই লিগের জন্য আনতে পারবেন। সাথে ১০ জন নামীদামী কোচও রাখার ইচ্ছা আছে লঙ্কান ক্রিকেট বোর্ডের।
সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে লিগ মাঠে গড়ালে, হবে ২৩টি ম্যাচ। লিগের দলগুলো হলো কলম্বো, ক্যান্ড, গল, ডাম্বুলা ও জাফনা। ভেন্যু হবে পাল্লেকেলে, ডাম্বুলা, খেতারামা, সুরিয়াবিবা।
সান নিউজ