সান নিউজ ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের এই পরাজয় সত্যিই খুব বিস্ময়কর। এই ম্যাচটা একেবারে জঘন্য খেলেছে টিম ইন্ডিয়া। এমন পারফরম্যান্স করার পর ভারতের ফাইনালে ওঠার কোনও অধিকারই ছিল না।
আরও পড়ুন : যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে
শোয়েব আখতার বলেন, ভারতের বোলিং ব্যর্থতা আরও একবার স্পষ্ট হয়ে গেল। অস্ট্রেলিয়ার উইকেটে যেখানে যথেষ্ট গতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের হাতে কোনও ফাস্ট বোলার ছিল না। চাহাল ভারতের একজন ঠিকঠাক স্পিনার, ওকে কেন খেলানো হল না সেটাও বুঝতে পারলাম না।’
পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার ম্যাচ শেষ হতেই টুইট করেন, ‘একটাও আউট করতে পারলি না ভাই? এবং একটি ভিডিও বার্তা পোস্ট করে এসব কথা বলেন এই তারকা ক্রিকেটার।
আরও পড়ুন :পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা
সঙ্গে আরও যোগ করেন, ‘কোন মাপকাঠিতে ভারতের এই টিম সিলেকশন করা হল, সেটাই আমার মাথায় ঢুকছে না। আমরা মেলবোর্নে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষা করছিলাম। এবার সেটা আর সম্ভব নয়। এমনিতে ভারতীয় ক্রিকেট দল যদি পাকিস্তানে খেলতে আসে, তাহলে বরাবরই আমরা স্বাগত জানাব। তবে সেটা নিয়ে বিশ্বকাপের পরেই কথা হবে। আজকের দিনটা ভারতের জন্য খুবই খারাপ ছিল।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ভারত সেমিফাইনালের মতো ম্যাচে রীতিমত মুখ থুবড়ে পড়লো। ১৬৮ রানের পুঁজি নিয়েও ন্যুনতম লড়াই করতে পারলো না ইংল্যান্ডের সঙ্গে। ১০ উইকেটের লজ্জার হারে বিদায় নিলো রোহিত শর্মার দল।
আরও পড়ুন : যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে
বিশ্বকাপের মঞ্চে ভারতের এমন পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও (২০২১ সালে) পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়ে ১০ উইকেটে হেরেছিল দলটি।
সান নিউজ/এসআই