ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
খেলা

ভুটানকে উড়িয়ে দিল সুরভী

স্পোর্টস ডেস্ক : রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানকে ৯ -০ গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সোমবার (৭ নভেম্বর) দ্বিতীয় দেখায় তাদের ৯-০ গোলে হারিয়েছে। প্রথম দেখায় তাদের ৮-০ গোলে হারিয়েছিল।

এই জয়ে বাংলাদেশের হয়ে একাই ৬ গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। প্রথম ম্যাচেও ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

নিজেদের মাঠে শুরু থেকেই ভুটানের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। ১৫ মিনিটেই পেয়ে যায় ফল।

আরও পড়ুন : ষড়যন্ত্র করেছিল ভারত!

এ সময় প্রথম গোল করেন সুরভি। ২২ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৩২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সুরভী নিজের চতুর্থ গোলটি পেয়ে যান।

বিরতির ৪৬ মিনিটে সুরভী নিজের পঞ্চম গোল করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। এরপর ৫৫ মিনিটে নুসরাত জাহান মিতু গোল করলে ব্যবধান হয় ৬-০।

৬৫ মিনিটে আয়শা আক্তারের গোলে ব্যবধান আরও বাড়ে। ৮০ মিনিটে থুইনউয়ি মারমা জটলার মধ্য থেকে দলের অষ্টম গোলটি করেন। আর ৮৭ মিনিটে ভুটানের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুরভি। যা ছিল তার ষষ্ঠ গোল। আর বাংলাদেশের নবম।

আরও পড়ুন : অবশেষে প্রোটিয়াদের বিদায়

গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা এই জয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে নেপাল আছে দ্বিতীয় স্থানে।

ভুটানের বিপক্ষে দুই ম্যাচেই ১৭ গোল দিলো বাংলাদেশ। অবশ্য নেপালের কাছে দ্বিতীয় ম্যাচে হেরেছিল ১-০ গোলে। লিগ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (১১ নভেম্বর) নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে নেপালকে হারাতেই হবে সুরভী-আয়শাদের।

এবারের আসরে অবশ্য শক্তিশালী ভারত অংশ নেয়নি। অংশ নিয়েছে মাত্র তিনটি দল- বাংলাদেশ, নেপাল ভুটান। সে কারণে এবারের এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবগুলো দল সবার সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুন : অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

২০১৭ সালে বাংলাদেশের মেয়েরা এই কমলাপুরেই ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল। এরপর ২০১৮ সালের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয় বাংলাদেশ।

সর্বশেষ ২০১৯ সালের আসরেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার টাইব্রেকারে ভারতের কাছে ৫-৩ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

এবার অবশ্য ভারত না থাকায় চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের কিশোরীদের সামনে। এখন দেখার বিষয় নেপালের মেয়েদের পেছনে ফেলে শিরোপা জিততে পারে কিনা ছোটনের ছোট শিষ্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

শেখ হাসিনার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জ...

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা