স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট জিততে আরো ৩৮৯ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচের যদিও বাকি দুই দিন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করেছে ১০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে।
৬ উইকেটে ১৩৭ রান নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ৬ উইকেট নেন ক্রিস ব্রড।
১৭২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দুই ওপেনারই পান ফিফটি। ররি বার্নস আউট হন ৯০ রান করে। ডম সিবলি করেন ৫৬ রান। সিরিজে ক্যারিবিয়দের বিপক্ষে অবশেষে হেসেছে অধিনায়ক জো রুটের ব্যাট। অপরাজিত ছিলেন ৬৮ রানে। ২ উইকেটে ২২৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
৩৯৯ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। আবারো ক্রিস ব্রড আঘাত হানেন ক্যারিবিয় ব্যাটিংয়ে। ওপেনার ক্যাম্পবেল ও নাইটওয়াচম্যান কেমার রোচকে ফেরান তিনি। ব্রাথওয়েট ২ ও শেই হোপ ৪ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন। ১-১ সমতায় আছে দুই দলের এই সিরিজ।
সান নিউজ