স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার ফলে দারুণ চাপে রয়েছে পাকিস্তান। অন্যদিকে নেদারল্যান্ডসও হেরেছে তাদের প্রথম দুই ম্যাচে। সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তান এবং নেদারল্যান্ডসের।
আরও পড়ুন: বাংলাদেশের নাটকীয় জয়
দুপুর ১ টায় শুরু হয় খেলাটি। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
একটি পরিবর্তন আনা হয়েছে পাকিস্তান দলে। হায়দার আলির পরিবর্তে দলে এসেছেন ফাখর জামান। অন্যদিকে তিনটি পরিবর্তন করেছে নেদারল্যান্ডস। স্টিফেন মাইবুর্গ, ব্রেন্ডন গ্লোভার এবং রোয়েলফ ফন ডার মারউই ফিরেছেন ডাচদের দলে।
নেদারল্যান্ডস একাদশ
স্টিফেন মাইবুর্গ, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ফাখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
সান নিউজ/এসআই