স্পোর্টস ডেস্ক: হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণটা এমনই। একই রকম সমীকরণ আয়ারল্যান্ডের সামনেও।
আরও পড়ুন : সুদানে সংঘর্ষে নিহত ১৫০
যে দল জিতবে তারাই উঠবে সুপার টুয়েলভে, বাদ পড়বে হারা দল। 'নকআউট' সমীকরণে আজ গ্রুপপর্বের দুই ম্যাচই। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড।
উইন্ডিজ দলে আছে একটি পরিবর্তন। ব্রেন্ডন কিং ঢুকেছেন দলে, তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে শামার ব্রুকসকে। ওদিকে আয়ারল্যান্ড অপরিবর্তিত দল নিয়েই নেমেছে এই ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল
সান নিউজ/এসআই