সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। বেলেরিভ ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে স্কটিশ ব্যাটাররা।
আরও পড়ুন : পারমাণবিক ‘চুল্লিপাত্র’ উদ্বোধন
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। এবার আয়ারল্যান্ডের সামনেও চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুড়ে দিয়েছে স্কটিশরা।
মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারা আইরিশদের বিশ্বকাপে টিকে থাকতে হলে করতে হবে ১৭৭ রান।
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। শুরুতেই তারা জর্জ মুনসেকে (১) হারিয়েছিল। তবে এরপর জোনসের দায়িত্বশীল ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা।
সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার।
এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।
সান নিউজ/এসআই