যুদ্ধ বিধ্বস্ত আফগানে বিপর্যস্ত বাংলাদেশ
খেলা

যুদ্ধ বিধ্বস্ত আফগানে বিপর্যস্ত বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বিপর্যস্ত। এক কথায় যাচ্ছে তাই। চাপ নেই, কিছু নেই— শুধু প্রয়োজন সহজাত খেলা, তাও পারেনি বাংলাদেশ। বল হাতে ভালো শুরুর পর শেষে এলোমেলো। আর ব্যাটিংয়ে পুরোটাই হ-য-ব-র-ল।

আরও পড়ুন : বাংলাদেশকে ১৬০ রানের চ্যালেঞ্জ

স্কোরবোর্ডে ২৮ রান জমা হতে না হতেই নাই হয়ে যায় ৫ উইকেট। শেষ পর্যন্ত টাইগার ব্যাটাররা ত্রিপল ডিজিটও স্পর্শ করতে পারেনি।

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালেন বোর্ডার ফিল্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে আফগানিস্তান।

অধিনায়ক মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে আফগানরা থামে ৭ উইকেটে ১৬০ রান করে। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ৯৮ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।

আরও পড়ুন : বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট

পাওয়ার প্লেতে আসে মাত্র ২৮ রান, হারায় ৪ উইকেট। পাওয়ার প্লের পর প্রথম বলে হারায় আরও একটি উইকেট। এরপর মূলত বাংলাদেশের ইনিংসই শেষ হয়ে যায়। দলের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করা মিরাজ খেলেন ৩১ বল।

প্রথম ওভারে ৫ রানে শুরু, দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদকে অফে দারুণ ড্রাউভে চার মেরে শুরু করেন মিরাজ। একই ওভারের শেষ দুই বলে টানা দুই চারে নাজমুল হোসেন শান্তও দুর্দান্ত ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। কিন্তু না, ফজল হক ফারুকির তৃতীয় ওভার থেকে পতনের শুরু। ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১২)।

এরপর চার ওভারে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এক ফারুকির বলেই দিশেহারা ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সৌম্য সরকার, সাকিব আল হাসান ফেরেন ১ রানে, আফিফ হোসেন রানের খাতাই খুলতে পারেননি।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

নুরুল হাসান সোহান ১ ছয় ১ চারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ফেরেন ফরিদের শিকার হয়ে। তার ব্যাট থেকে আসে ১৩ রান। ১৭ বলে ১০ রান করে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা করেন মোস্তাফিজুর রহমান।

ফারুকি ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মুজিব উর রহমানকে যেন খেলতেই পারেনি বাংলাদেশ। ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এ ছাড়া নবী ১১ রানে নেন ১ উইকেট।

এর আগে মোহাম্মদ নবীর ঝড়ে আফগানরা থামে ৭ উইকেটে ১৬০ রান করে। ৫টি ছয়ে নবী মাত্র ১৭ বলে ৪১ রান করেন।

আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

সর্বোচ্চ ৪৬ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। ৩৯ বলে এ রান করেন তিনি। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ ২৭, হজরতুল্লাহ জাজাই ১৫ ও ডারুইশ রাসুলি ১২ রান করেন।

শেষ ২ ওভারে আফগানরা ৩৩ রান করে। এর আগে রানের গতি ছিল সাদামাটা। ডেথ ওভারে বাংলাদেশের দুর্বলতা সাকিব ১৯তম ওভারে ২ ছয় ১ চার হজম করে ১৯ রান দেন। আর শেষ ওভারে তাসকিন ১৪ রান দেন।

যদিও দুজনে শেষ দুই ওভারে ২ উইকেট নেন। এর আগের ৩ ওভারে তাসকিন মাত্র ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট।

আরও পড়ুন : এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

হাসান শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বোলিং করে গেছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে এই পেসার নেন ২ উইকেট।

নিউ জিল্যান্ডে প্রথম ম্যাচে খারাপ খেলে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রস্তুতিতে বল হাতে উইকেট পাননি। তবে বল হাতে ছিলেন মিতব্যয়ী। ৪ ওভারে ৩১ রান দেন তিনি। এ ছাড়া সৌম্য সরকার ১ ওভারে ৫ রান দেন সৌম্য।

প্রসঙ্গত, ডেথ ওভারে এখনো কাটেনি বাংলাদেশের দুর্বলতা। শেষ দিকে এলোমেলো বোলিংয়ের স্পষ্ট ছাপ চোখে পড়েছে আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও।

আর ব্যাটিংয়ে ফুটে উঠেছে দিশাহীন অবস্থা। এমন পারফরম্যান্স যদি প্রস্তুতিতে হয় মূল পর্বে কি হবে?

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা